ক্ষুদ্র মাত্র
– পিকন দে
আমি একজন ক্ষুদ্র মাত্র’
বড় বড় সব লেখকের মাঝে।
তবে একেবারে তুচ্ছ নয়,
এই বৃহৎ মানব সমাজে।।
আমাকে নিয়ে হাস্যকৌতুক-
করছে জানি আবার অনেকেই!
ক্ষুদ্রের মাঝেই ‘বৃহৎ’ হয়,
সেসব আবার তাদের জানা নেই।।
শব্দের পাশে শব্দ সাজিয়ে-
চলেছি ধীরে ধীরে এগিয়ে,
রাস্তা জানি অনেক দূরে-
তবে আর যাবোনা পিছিয়ে।।
নতুন নতুন লেখা লিখে,
করতে চাই নিজের”পরিচয়”
পাঠকেরা সব পাঠ করে,
আমাকে গ্রহণ করবে নিশ্চয়।।
ক্ষুদ্র এই লেখা গুলো!
মাঝে মধ্যে পড়ে দেখো।
অল্প কিছু সময় দিয়ে,
বন্ধুরা সব পাশে থেকো।।