
কবিতা- রঙ নিও প্রিয়
রঙ নিও প্রিয়
– তমালী বন্দ্যোপাধ্যায়
জীবনের থেকে কিছু রঙ নিও প্রিয়।
ধূসর আর কালো রঙ ছুঁড়ে ফেলে দিও।
সাদা রঙ দিয়ে তুমি মনখানি এঁকো।
সবুজকে সাথী করে তারুণ্যে থেকো।
রঙ যদি কম পড়ে ফুল থেকে নিও।
পাখীদের মত তুমি নিজেকে রাঙিও।
হরিণের মত তুমি মায়া চোখ এঁকো।
লজ্জাকে তুমি যেন লাল রঙে ঢেকো।
আত্মা স্বচ্ছ হোক নীলিমার নীলে।
মন গভীরতা পাক সুগভীর ঝিলে।
মনে বুঝি আজ নিলে পান্না সবুজ?
তাই প্রিয় আজ তুমি বড্ড অবুঝ!
বাতাসের রঙ নেই,তাও সে সচল।
মন হোক ফুরফুরে, কাজে চঞ্চল।
বিবেকের রঙ তুমি গেরুয়াই রেখো।
ত্যাগ আর সাহসে জীবনকে দেখো।
সব রঙ নিয়ে তুমি ভালো থেকো প্রিয়।
ভালোবেসো,ভালোবেসো,ভালোবাসা নিও।।


4 Comments
Parthasarathi Banerjee
Khub khub sundar
Anonymous
অসাধারণ ভালো লেগেছে, অনেক অনেক ধন্যবাদ এরকম একটি কবিতার জন্য।
sonalibasu
osammanyo
Anonymous
অসাধারণ, অনবদ্য ও অভিনব