কবিতা- তোল রে! আওয়াজ তোল!

তোল রে! আওয়াজ তোল!
– শুভঙ্কর অধিকারী

যে মেয়েটা ফিরল না আর
ফিরল ঘরে লাশ!
আর কতকাল দেখব এমন
সইব রে সন্ত্রাস!!

হায়নার ঐ লোলুপ দৃষ্টি
আর কতকাল সইবি!
রাঙা চোখটা দমিয়ে দিতে
আওয়াজ কবে তুলবি??

আর কতদিন মুখ ফিরিয়ে
রুমাল দিবি নাকে!
নিজের গায়ে পড়লে আঁচড়
ডাকবি তখন কাকে??

ভয়ে ভয়ে আর কতদিন
গুটিয়ে থাকবি তোরা!
উচিত কথা বলার জন্য
কবে হবি রে মুখচোরা!!

খিদে পেলেও সদ্যজাত
চিল চিৎকার করে!
কেমনে করে থাকিস তোরা
ঐ খাঁচার ভিতর পরে!!

বিবেক তোকে দেয় না ছোবল,

দাবায় না তোর গলা!
ক্রোধের বারুদ জ্বলে না তোর
দেয় না কি চোখ জ্বালা!!

নিজের না হোক নাইবা হোল
অন্য কারো বটে!
দু’চোখ দিয়ে দেখবি শুধু
কেউ আঁচড় যদি কাটে??

নিজের হলেই তুলবি আওয়াজ
একাই যাবি রুখতে!
একা একা পারবি তখন
অশুভর সাথে লড়তে!!

লাশ তো অনেক দেখলি তোরা
মুখটা এবার খোল!
দোষীর শাস্তির দাবিতে
তোল রে আওয়াজ তোল!!

অন্ধকারকে ভয় যদি তোর
মনের মশাল জ্বাল!
ওরা যদি তরবারি হয়
তবে আমরা হব ঢাল!!

প্রতিবাদের মশাল তোকেই
ধরতে হবে ভাই!
আজ যদি না জ্বলিস তবে
আর বাঁচার উপায় নাই!!

সবাই যদি হয় সচেতন
হাতটা রাখি হাতে!
হিংস্র সব নেকড়েগুলো
পালাবে ভয়েতে!!

Loading

Leave A Comment