Site icon আলাপী মন

কবিতা- ওরা ফিরবেই

ওরা ফিরবেই
-প্রবীর রায়

 

বিদ্রোহী সুর ওদের কণ্ঠে যাহারা গড়েছেন ধরা
রণাঙ্গনে প্রাণ দিয়েছেন তাই গৌরবে মুখ ভরা!
রক্ত ঝরেছে প্রতি পলেতে বাসযোগ্য করতে
কুসংস্কার বর্জিতে তাই নাহি ডরেছেন মরতে
নব সূর্য স্বাধীনতার ধ্বজা ওড়াতে তোমরা–
সাম্যবাদের শত শ্লোগান গেয়েছিল সাথে ডোমরা
প্রতিবাদ ছিল মানুষে-মানুষে দানব শাসন রুখতে
আজ কেন তবে স্বাধীন দেশে সততা পথে ভুক্তে
যাহারা শেখালেন মুখেতে বুলি গিলিলেন ভূতল বিষ
ভাঙছো ওদের বিশ্বাসটাকে – মূর্তি মাটিতে মিশ
ওদের দেখানো পথে’ চললে হইলে অনেক বড়
চিনছোনা আজ ওদের তোমরা ছিঃ-দৈত্যাদেশ গড়
তোমার শিশুর মুখেও আজো ওদেরই ভাষা ঝরে
করবে ওরাই প্রশ্ন একদিন প্রতিটি ঘরে-ঘরে
শক্ত হবে মেরুদণ্ড লেনিন,য়বিবেক ফিরবেই
ঈশ্বর, রবি,সুভাষ, সুকান্ত,আজাদ এসে ভিড়বেই।

Exit mobile version