Site icon আলাপী মন

কবিতা- মাটির গন্ধ

মাটির গন্ধ
-সুজিত চ্যাটার্জী

 

মাটির কাছে যাও, মাটিতে হাত ছোঁয়াও,
কপালে বুলিয়ে মাথা নুইয়ে দাও,
তুলসীমঞ্চে মায়ের প্রদীপ দেবার মতো।

প্রদীপ জ্বলছে প্রদীপ জ্বলছে , কাঁপছে
তবুও প্রদীপ জ্বলবে প্রদীপ জ্বলবে, ভালবেসে।
মাটির কাছে যাও, বুক ভরে বাতাস নাও
ওখানে আমসত্ত্ব বকুলের গন্ধ ।

ওখানেই ফিরে ফিরে আসা, ফিরে ফিরে চাওয়া
চাতক তৃষ্ণায় ঈশান কোণে চাওয়া
ওখানেই শ্রদ্ধার পদধূলি , প্রাণের ইতিহাস গন্ধ ।

মাটির কাছে যাও , মাটিতে হাত ছোঁয়াও
কপালে বুলিয়ে মাথা নুইয়ে দাও ,
প্রদীপ জ্বলবে প্রদীপ জ্বলবে , ভালবেসে
ছড়ানো বুনো ফুলের পাশে, ওখানে ধূপের গন্ধ।

Exit mobile version