কবিতা

কবিতা- মনের মানুষ

মনের মানুষ
-তোফায়েল আহমেদ

 

জীবন যখন জীবনকে বিচিত্রে খোঁজে
খুঁজে পায় একদিন, তখন জীবনই বুঝে।
তারুণ্যতায় সব ভরে গেলে জীবনের
দেহের কত রুপ বিকশিত করে নিজের।

চুপি চুপি গোপনে রোজে কত কথা স্বরে
সব কাজের বড় কাজ সারে, দেখা করে।
দেখা থেকে হয়ে যায় জীবনের চিত্র আঁকা
চোখে কথা বলতে গেলে করে ভ্রু- বাঁকা।

মনের গহীনে তারই সব একাধিক আচরণ
স্বপ্নেও ভাসে দিবা কর্মের মধুর কত বিচরণ,
পড়িতে বসিলে মনে বাজে তার রকমারি সুর
কলমে কত কি লিখে থেকে থেকে মনপুর।

কখন আবার তাকে দেখিবে মন ভাবে
সব কাজ ফেলে সেথা ছুতো ধরে যাবে।
বাতাসেও প্রিয়ার ঘ্রান প্রিয়রাই সব পায়
সব দিক খালি করে ঐ দিকেই সে যায়।

আয় প্রিয়া কাছে আয় মনে মনে কত ডাকে
দিন রাতের ডালে বসে সংগোপনের শাখে।
আঁখির তৃষ্ণারা পলকে চলে কত যে ছলে
মনের গহীনে তার সুর বাজে দলে দলে।

কথা বলে তখন কথনের পড়ে সু- ধরণে
নানান রুপে দেহ দৃশ্যে সাজে ক্ষণে ক্ষণে।
দুজনা তখন থাকে আনমনা চঞ্চলা ভিতর
দেখে যদি ফেলে কোন জন, বলিবে ইতর।

তুখুর মনে অনুভূতি উড়ে বাতাসের মত
কথা বলে কখনো সুরে সুরে দুজনা কত।
আপনালয়ে আপনকে বাজায় ইচ্ছের যত
হাটি হাটি দেহ খানি থাকে চলিতে তার মত।

দূরের পথের কথনের এরুপতা যদি হয়
অনুভূতি দেয় মনে সব সজিবতারই জয়।
ভয়ের জয়ে আবেশিত তখন মন করে ছটফট
পাশা পাশি চলিছে মায়ার কথনেরই হটপট।

ভালোলাগা ভালোবাসা চলছে বেড়ে নেড়ে
কাছে থেকে দূরে যায় আবার কাছে কেড়ে।
চোখের দৃষ্টরা সব ঝাপিয়ে পড়ে মৃদুপনায়
মন দিয়ে অনুভূতির সুধা ধরে আনমনায়।

ভালোলাগার প্রথম দেখা এরুপ হয় কারো
দিনে রাতে বাড়ে তা পিপাসার জয় আরো।
জয়ের ভিতর ক্ষয় থাকে লুকানো কত হয়ত
শুনতে হয় কত কথা কারো বাঁকানো যতো।

মন খারাপ ভালো হয় প্রথম তার দেখা পেলে
খেলা শুরু আনমনায় সময়ের দোলে দোলে।
বিচিত্রে মিলন হয় দুজনার সাথে হৃদয়ের
কত কথা বাকি থাকে বলবে দুজন বিনয়ের।

এ -এক পিয়াস ক্ষুধার নাট্য জীবন শুরু হয়
চলতেই থাকে এখানে সেখানের সুযোগময়।
সৃষ্টির খেলা ভালোবাসায় শুরু হয় জগতে
কেহ সুখি হয় ললাটের লিপিকার বরকতে।

দুঃখি জীবন পায় কেহ আশা হতাশার মাঝে
ভালোবাসা হারিয়ে গেলে জীবনটাই যেন বাজে।
হারিয়ে গেলেও তাকে গোপনে ডাকে আয়
সারাজীবন তার আশাই সবাই করে যায়।

কেহ পায় কেহ হারায় রহস্যের যাতাকলে
সারাজীবন ভাসেরে গোপন চোখের জলে।
সব ব্যথার পতন হয় , খেলে নিরাময়ের কিছু
ভালোবাসার ব্যথা হয় না শেষ! করে কাচু মাচু।

সংসার জীবনে হয়তো অন্য কেহ আসছে
হৃদয় গহীনে সেই পুরান ভালোবাসাই হাসছে।
চলে জীবন বাঁচার তাগিদে মায়ার এই ভূবন
মনের মানুষকেই ভালোবাসে একে অন্যজন।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>