তুই
– সোমা বৈদ্য
তুই যে আমার মেঘলা আকাশ
বৃষ্টিভেজা দিন
মাঝে মাঝে জল যে ঝড়াস খুব
যে ঝড়ের বেগ।
তুই যে আমার প্রভাত নিশি
আলোয় ভরা দিন।
তোর প্রেমের পরশে আমায়
বাঁচায় নিশিদিন
তুই যে আমার দূর আকাশে
পূর্ণিমার ঐ চাঁদ।
পূর্ণিমার ঐ তারা হয়ে বাড়াস
দুটি হাত।
তুই যে আমার নদীর জলে কূল
হারা তরী।
তুই যে আমার উদাস বাউল সুখের
ঠিকানা।
তুই যে আমার শূন্য বুকে ভরসারও
বকুল।
তাই তো তোকে ছন্দে লিখি সবাই
যাতে চিনুক।