Site icon আলাপী মন

কবিতা- ফুটে আছো

ফুটে আছো
– পলি ঘোষ

 

ফুলের মতো ফুটে আছো আমার হৃদয়ে গহিনে।
একা আমার ভালো লাগে না আজ তোমায় ছাড়া,
তুমি ছাড়া আমার মনের গহীন আঁধারের কালো মেঘের খামে বন্দি।
পাখি হয়ে এসো না উড়ে আমার মনের গহীন অরণ্যে।

আমি তোমার মনের মন্দিরে গিয়ে চমকে দেবো
কোনো এক অমাবস্যার রাতে।
বিভোর স্বপ্নে তোমায় বন্দী করবো আমার হৃদয় কাননে।

আকাশের নক্ষত্র আভায় রজনীর শব্দহীনতায়
আমি হয়ে রব এক নির্বাক প্রেমের গন্ধ।
আমি জানি আকাশ পৃথিবী
আমি জানি ইন্দ্র ধনু প্রেম আমাদের ।

স্বপ্নের মতো ছিঁড়ে ফেলেছি আজ ডায়েরির পাতা।
সেথা লেখা ছিল হাজার স্বপ্নের কথা ।
ছিঁড়তে পারিনি আমার মনের পাতা।
যেখানে জমে আছে জীবনের অনেক ব্যাথা।

Exit mobile version