Site icon আলাপী মন

কবিতা- যেও নির্জনতার সন্ধানে

যেও নির্জনতার সন্ধানে
-অযান্ত্রিক


চোখ খুলে দেখছি আকাশখানা একা,
একলা বালি হাঁস,
বুকের মাঝে পাঁজরের বন্ধ আলমারি,
একলা দীর্ঘ নিঃশ্বাস।
চোখ বুঁজে ভাবলে ভালোবাসা ছুঁয়ে যাচ্ছে হৃদয়,
তবুও ভয়,
এগোলেও বিজোড়ের কারুকাজ,
পিছলে সেই সংশয়।

পাতার পর পাতা শুধু,
ছেড়ে যাওয়া পায়ের দাগ,ভীত সজাগ,
সঙ্গিনী বোঝেনা,
চত্বর জুড়ে নোনা জলে বন্ধ্যা শাঁখ, তবু থাক।
একের পর এক ভেঙে পরা সফেদ তরল দেয়ালে,শুধু বলে,
নির্জনতাও খুঁজে পাওয়া যায়,
খোঁজার চেষ্টা নাহলে।

Exit mobile version