Site icon আলাপী মন

কবিতা- তোমার কথা ভেবে ভেবে

তোমার কথা ভেবে ভেবে
– পাপিয়া ঘোষ সিংহ

 

দিবানিশি ভাবছি তোমার কথা,
এখন তুমি আমার থেকে দূ্রে,
মনের ঘরে তোমার অবস্থান
অহরহ আছো আমায় ঘিরে।

আজকে ভোরে পূব দিগন্তে চেয়ে
রবির আলোয় তোমায় দেখি আমি,
কিচিরমিচির পাখির কূজন শুনে
মনে হ’ল শুনছি তোমার বাণী।

দুপুরবেলায় বিষণ্ণতায় মোড়া
এখন তোমার অসীম ব্যস্ততা,
আমি একা ক্লান্ত উদাস মনে
লিখছি খাতায় প্রেমের গল্পগাথা।

সাঁঝবেলাতে সবাই আসে ফিরে,
আমি শুধু তোমার অপেক্ষায়,
আছো তুমি কোন সে সূদূরে!
স্বপ্ন, আশায় কাটছে সময় বৃথায়।

এখন সময় মধ্য নিশিরাত,
এখন আমার বুকটা তোলপাড়,
অনুভবে পাচ্ছি তোমার ছোঁয়া,
আমার মতোই একই হাল কি তোমার?

Exit mobile version