Site icon আলাপী মন

কবিতা- প্রতি স্পর্ধা…

প্রতি স্পর্ধা…
– কৃষ্ণ বর্মন

 

শুধু ডালপালা পাতা নয়
স্পর্ধা আজ ফুল হয়েও ফুটেছে
এতদিনের অবনত প্রশাখা
এবার হয়ে উঠেছে একরোখা
স্পন্দনের অনুরণন আজ প্রতি স্পর্ধার প্রতিধ্বনি
ফলের আর তাই মারণ রোগ নেই
ছায়া ক্রমশঃ দীর্ঘতর

প্রখর খরার ভয় দেখিয়ে লাভ নেই আর
বৃষ্টি শুরু হয়ে ভিতরে ভিতরেই
হা-ভাতের ভাতের অভাবের চির ভবিতব্যতা
এখন এক অনিশ্চিত পংক্তি

আজা স্পর্ধা থেকে প্রতি স্পর্ধা
ধ্বনি থেকে প্রতিধ্বনির প্রত্যর্পণ।

Exit mobile version