কবিতা- ক্লান্ত শোণিতধারা

ক্লান্ত শোণিতধারা
– পারমিতা ভট্টাচার্য

 

  আজ চেনা অচেনার ভিড়ে
হারিয়ে যায় চেনা মুখের কারুকাজ,
কয়েক আলোকবর্ষ পেরিয়ে আসা আমি
আজ বুঝি সম্পর্কের মেকি সাজ।

সব একই থাকে হয়তো সময়ের নিরিখে
একই থাকে মুখ মুখোশের লড়াই,
মেকি দুনিয়ায় মানুষ চেনা বড়ই দুষ্কর,
তবু হাঁটতে হয় অনেকটা পথ একাই।

চুপচাপ গিলে খায় আবেগী মুহূর্তগুলো
তাদের শরীরে আজ সাঁঝ বেলার সাজ,
আমি শুধু অস্তিত্বের দোটানায় পড়ে রই
ভুলে যাই হিসেবী হওয়ার কাজ।

রক্তের কাজ কি শুধুই বিদ্রোহী হয়ে ওঠা?
তার মাঝেও বয় বেইমানী – ধারা,
মুখ – মুখোশের দ্যোতনায় আজ
ক্লান্ত হয়ে উঠে আমার বাঙ্ময় শোণিতধারা।

Loading

One thought on “কবিতা- ক্লান্ত শোণিতধারা

Leave A Comment