নব কী জানা না
-রাজীব লোচন বালা
আমাদের নব কী জানা নাই, তবে শহুরে বাবুরা নতুন বলে
আমাদের গায়ে শীতকালের জামা নাই বাবুরা নতুন জামার উৎসব বলে।
জানেনতো কার্তিকমাসে যখন ধান পাকে
আমাদের দামহীন হাসি সবুজ মাঠে ঢেউ তোলে, এটা অম্লান।
আমাদের নব কী জানা নাই, আজও কৃষক রাস্তায় নামে
ফসলের মূল্য পাচ্ছি না বললে বাবুরা পুলিশপিটা করে।
জানেন তো ভারত কৃষিপ্রধান দেশ, তাইতো কৃষক-প্রজা আজ না খেয়ে মরে!_
নবান্ন ভদ্রলোকেদের জন্য মানানসই, তারাই না হয় নতুন খাবে।
আমাদের নব কী জানা নাই, বাড়িতে ভাতের হাঁড়ি বসলে
সুবাসিত সেই ঢেউয়ে আজও সাঁতার কাটে ময়না-সায়নেরা,
বাবা বলে শুনছোগো আজ একটু সবাই মিলে জমিয়ে খাব_
__এনেছি বুঝলে আজ নতুন খাওয়া, নাহয় অল্প করেই নিব।
আমাদের নব কী জানা নাই, তবে পরের মুখের হাসি খুব ভালো লাগে
নবান্ন! নবান্ন!! প্রতিটি ভাতের হাঁড়ি কী নবান্নের স্বাদ দেয় না ?
এই হৃদয়ের নীলাচলে প্রতিদিন কি ভাত খাওয়ার আনন্দ জাগে না?
তাই তারা করে দিয়েছে উৎসব নবান্নের রাস্তায় রাস্তায়…
আজও নবান্নের উৎসব হাসি-মজায় বাবুর ঘরে টাকার জৌলুসে হলেও,
অন্ধকারটা আজও কাটেনি! তবুও আশা আছে…নূতন ভোরের__
নবান্নের নবর আলিঙ্গন আজও তাই বহু ঘরে হয়নি।