কবিতা

কবিতা- প্রেম-হীনতা

প্রেম-হীনতা
-সীমা চক্রবর্তী

 

আমারও ছিল বুকের ভিতর সূর্য রঙা আলো
একটু খানি আমায় তুমি বাসতে যদি ভালো।

যতো প্রেম ছিল মননে, ভুবন টা যেতো ভরে
সবটা ছিল তোমার জন্য, তোমায় দেবার তরে।
আজও বুঝিনি, তোমার এতো কিসের অহংকার
কেন দম্ভ ভরে ভাঙলে মন, করলে চুরমার।

জীবন তরী জোয়ার-ভাটায় করতো না টলোমলো
একটু খানি আমায় তুমি বাসতে যদি ভালো।

আমারও ছিল কিছু সম্পদ, তোমায় দেবো বলে
অনেক যত্নে সাজিয়ে ছিলাম হৃদয়ের উপকুলে।
সে উপকুলে বিপর্যয়ের গভীর এক ফাটল
সাবধানি পা পদ্ম পাতার একটি ফোঁটা জল।

দূর্বিপাকে ছাইতো না জীবনে কৃষ্ণ গহ্বর কালো
একটু খানি আমায় তুমি বাসতে যদি ভালো।

তোমার স্বপনে ভরে ছিল মনের আনাচ-কানাচ
ভালবাসার ফুলদানি আর সঙ্গে রঙ্গিন কাচ।
ছিল না চাহিদা আর শুধুই তোমায় ছাড়া
শূন্য চোখ, দশদিক আজ শূন্যতায় ভরা।

ছোট্ট এই জীবনটা কখনো হতো না অগোছালো
একটু খানি আমায় তুমি বাসতে যদি ভালো।

সময়টা কবেই গেছে চলে, কিছুই হবার নয়
তোমার আমার এখন শুধু হচ্ছে আয়ু ক্ষয়।
শুকনো হয়ে ঝরে গেছে ভালবাসার ফুল
জীবন নদীও বাঁক নিয়েছে স্রোতের প্রতিকূল।

আর তো কখনো হবেনা বলা, “আমার সাথে চলো”
একটুও তো আমায় তুমি বাসোনি কখনো ভালো।

Loading

Leave A Comment

You cannot copy content of this page