কুর্নিশ কবিতা
-অমিতাভ সরকার
আমার কবিতা কি ভালবেসেছিল তোমাকে !
উষ্ণ চুম্বনে কি ভালোবাসা ছিল না?
শিরীষের ডালে ছিল পাখির কিচিরমিচির,
সকালের সমীরে ছিল সরষে ফুলের ঘ্রাণ।
হাত ধরাধরি করে, দেখ সকালের ভ্রমণ,
কবুতরের ঠোঁট ঘষাঘষি ছাদের কার্নিশে।
প্রভাতের ভৈরবীতে দেবতার আহ্বান,
আমার কুর্নিশ শুধু কবিতার প্রশ্বাসে।
এস কথা বলি তোমাতে আমাতে,
শব্দ গুলো ভেসে বেড়াক কবিতার বাসরে।
চাঁদ ছুঁই-ছুঁই চুমুগুলো সব ছুঁড়ে দিয়ে আকাশে,
কবিতার জাল বুনি সেই ভালোবাসা দিয়ে।