কবিতা

কবিতা- অপাপবিদ্ধ

অপাপবিদ্ধ
– সুজিত চ্যাটার্জী

একটাও পাখি ছিলোনা গাছটিতে কিংবা সাপ
শুধু গাছটি ছিল গাছটিতে নির্বিকল্প একাকী।
সবুজ পাতারাও যেদিন ঝরে ছিলো দল বেঁধে
সেদিনও একাকী দৃঢ়তায় অবিচল উজ্জ্বল সূর্যোদয় ।

এখন ওকে ভেসে যেতে দাও মোহানায় পবিত্রতায়
কালের সর্বশেষ অপাপবিদ্ধ বিক্ষত শরীর।
দূর থেকে ভেসে এলো কি গৃহস্থ রমনীর শঙ্খ ধ্বনি
তাহলে নিশ্চিত জেনো এ ভৈরবী সুর কালান্তর।

আজ নয়তো কাল বা পরশু কিংবা আরও পরে
সে ফিরবে কালের দুয়ারে নতুন ভাস্করের দ্যুতিতে।
সেদিনও একাকী দৃঢ়তায় অবিচল উজ্জ্বল সূর্যোদয়
নির্বিকল্প কল্পতরু বোধিবৃক্ষকে জানাবে অভিবাদন নির্দ্বিধায়,
শুধু ব্যবধান দুর্নিবার অপাপবিদ্ধ সময়কাল।

Loading

One Comment

  • Anonymous

    সব্বাইকেজানাইআমারআন্তরিকশুভকামনাভালবাসা

Leave A Comment

You cannot copy content of this page