Site icon আলাপী মন

কবিতা- দামামা

দামামা
-প্রবীর রায়

লড়ছে জয়ের মিছিল রক্ত বিজয় মিছিল
তোমরা জানোনা পাষাণ! ওরা কারা?
তোমরা যাদের দিয়েছো ভাসান
বাজছে ডঙ্কানিনাদ বাঁচাও-বাঁচাও শব্দে!
মেরেছো তোমরাই দূত – খ্রিষ্ট পূর্বাব্দেঃ!

ভাজছো তপ্ত তেলে-কাটছো মুণ্ডু বলে
সাজছো নারীর দেহে-কাঁদছে যে ভ্রূণ জলে!

নেংটো শিবের দামামা, নয় তবে সে শিব!
ত্রিশূল ওদের হুল, নয় সে রুদ্র ত্রিশূল!

দাও হে ভিক্ষে ঈশ্বর-তোমাদের ঐ স্বর!
তোমরা লড়বেনা জানি-দাও হে অস্ত্রখানি!

আমরা হব চণ্ডী-আমরা হব অর্জুন
খুলবো তৃতীয় আঁখি-ধ্বংসিব সব ঘুণ।

Exit mobile version