বিদ্রোহী
– শংকর হালদার
মুছে ফেলেছি ডায়েরি থেকে কলম ও ব-কলম. এর নীতিগুলো…
রাজপথ ছেড়ে সবুজ ঘাসে পা রেখেছি নিঃশর্তে মেনে নিয়েছি সব নীতি,
ভেদাভেদ ভুলে ফুল ভেবে লিপ্ত হয়েছি. আলিঙ্গনে ।
গঙ্গার পবিত্র বারি সিঞ্চনে নিরপেক্ষতার মন্ত্র. নেবো…
তোমাদের কাছে ।
প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিতে পারি ।
অসঙ্গতি রেখে সঙ্গতির মালা গেঁথে বিলিয়ে. দেবো…
তোমাদের মাঝে ।
যারা এখনও সংযত হতে পারোনি মোহিনী
আবর্তন থেকে ,
যারা এখনও সংযত হতে পারোনি ঈর্শ্বার
গণ্ডি পেরিয়ে, স্বপ্নের আধুলি জমা থাক আপন ড্রয়ারে।
বিনিময় চালু থাক ভাব ও ভালবাসার।
পুজোর অর্ঘ্য ভেবে লেপে নেব সারা শরীরে
দু’হাতে ভোরে ।
বিষাদের তিক্ততা মুছে সাম্যের গান শোনাবো,
যেখানে কেউ কোনোদিন ঈর্শ্বার কথা ভাবে’নি,
কেউ যদি সুযোগের আড়ি পেতে
বিষের বিম বাজায় … বর্ষার মজা খালের বিদ্রোহ করবো শুরু ।
সন্ন্যাসী পরনে যদি কেউ আঘাত হানে
শর্ত ভেঙে …
বারুদের মতো নিমিষে বিদ্রোহ করতে পারি।
ক্ষণিকের বিদ্রোহী হয়ে উঠতে পারি …