কবিতা- আমি বাঙালি

আমি বাঙালি
– সোম

 

আমি বাঙালি………..
এ বাংলা আমার ঘর !
বাংলায় আমি ভেসে বেড়াই,
বাংলাতে করি ভর।
বাঙালির বারো মাসে তেরো পার্বণ,
এ বাঙালি, আনন্দে সদা ভরপুর।
সাহিত্যে নোবেল জয়ী বিশ্বকবি !
তিনি বাঙালি; রবীন্দ্রনাথ ঠাকুর।

আমি বাঙালি…………..
তাই গর্ব করি অনুভব !
বেহালার ছেলেটা ও বাঙালি,
তিনি বিখ্যাত ক্রিকেটার সৌরভ।
ধন্য হয়েছে ডাক্তারী, তিনিও বাঙালি ;
ডাক্তার বিধান চন্দ্র রায়।
তাই বাঙালির হৃদয় মাঝে,
বাঙালিয়ানার গর্ব বোধ হয়।

আমি বাঙালি…………
বাংলা ভাষা মোর প্রাণ।
আমি বাংলাতে করি তিরস্কার,
আমি বাংলাতে গাই গান।
বিনয়-বাদল-দীনেশ নেতাজি সুভাষ,
কত বাঙালি বিসর্জন দিয়েছেন প্রাণ
এ বাংলা মোদের মাতৃসম, স্নেহের বন্ধন
হেথা চিরকাল রবে বাঙালির সম্মান।

আমি বাঙালি, মোর ইচ্ছা শক্তি হোক ;
প্রজ্জ্বলিত রবি, কিংবা শান্ত শশী
দুঃখতে ভরে ভরুক দু’চোখে জল,
তবু খুশিতে ফোটে, এ বাঙালির মুখে হাসি।
মাঠে মাঠে শস্য শ্যামল শাখায় পুষ্প ভরা
এ মোর জন্মভূমি, আমি বাংলাকে ভালোবাসি।
হে ঈশ্বর, পরজন্ম যদি থাকে আবার,
জন্মে যেন, আমি বাঙালি হয়ে আসি !!!

Loading

Leave A Comment