মনের কথা
– জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী
চলেই যদি যাবে তবে যেও ই না হয় চলে,
আরো কিছুক্ষণ কিছু মন্দ কথা বলে।
কথার পৃষ্ঠে কথারা সব না হয় লেগেই থাক
তোমার যত মনের কথা মনই বলে যাক।
মনের মতো কথা হলে, শুনতে লাগে বেশ
মনের মতো না হলেই, অপছন্দের রেশ।
নিন্দে মন্দ সমালোচনা যতোই তুমি করো
আসলে যা সত্যি, তা তো মনের মাঝেই ধরো।
তা বলে কি মনের কথা সবটা বলা যায়?
মন খুলে সব সত্যি মিথ্যা মেলে ধরা যায়…
যায় না যে তা তুমি আমি সবাই ভালোই জানি
তবু কেন মনের কথাই ‘সার’ বলে মানি…..
মন যদি সব সত্যি বলে, মন যদি সব জানে,
তবে কেনো কেউ বোঝে না, মনের কথার মানে।
আমার মন যে কখন কি চায়, আমিই কি ছাই জানি
মনের কোনো গোপন শলা, মনে মনেই মানি।
আমার গোপন চাওয়া পাওয়া মন ই আমার জানে।
মন থেকে যা চেয়েছিলাম, জানে সে তার মানে।
যাবার বেলায় একটি কথাই শুনে তুমি যেও
বলার সময় কোনো কথা, হিসাব করে নিও।
বেহিসেবী কথারা সব মনের মাঝেই থাকে।
ভুল কি ঠিক সব কিছুরই সঠিক হিসাব রাখে।
মনের কথা বলতে গেলে মনই বাঁধা দেয়
মনের মতো মানুষ পেলে, তবেই বলা যায়।