রম্য- তোর জন্য

তোর জন্য
– রেহানা দেবনাথ

 

সেদিন ক্লান্ত শরীরটাকে যখন বিছানায় এলিয়ে দিলাম তখন বৈশাখের তপ্ততা ফ্যানের হাওয়াতেও শীতল হতে দিচ্ছিল না। বাধ্য হয়ে শরীর থেকে কিছুটা বসন খুলে অর্ধ নগ্ন হয়ে নিদ্রার দেশে পাড়ি দিলাম।
তুই তখন সুযোগ বুঝে মশারীর ভিতর ঢুকে প্রথমে স্পর্শ করলি আমার কপালে আর গুন গুন করে গান গাইতে লাগলি। আমি বিরক্ত হয়ে হাত দিয়ে সরিয়ে দিলাম। কিন্তু তুই নাছোড় বান্দা! সারা শরীরে চুম্বন করলি আর নিজের চাহিদা পূরণে ব্যস্ত হয়ে পড়লি! আমি নিদ্রার কবলে পড়ে বাধা দিতে পারলাম না।শুধু কিছুক্ষণ ছটফট করলাম তারপর ঘুমিয়ে পড়লাম।

সকালে উঠে দেখলাম শরীরের কয়েকটি স্থানে এঁকে দিয়েছিস তোর লোলুপতার চিহ্ন!খুব রাগ হলো তোর উপর! তোর জন্য নরম গাল দু’টো লাল হয়ে গেছে।

বেশ কয়েকদিন পর তোর নৃশংসতার কারন স্বরূপ সারা শরীরে যন্ত্রণা আর বমি হতে লাগলো সেই সঙ্গে জ্বর। প্রাণ যায় যায়!
হাসপাতালে যাবার পর ডাক্তার চিকিৎসা শুরু করলো। তারপর রিপোর্ট দেখে বললো ডেঙ্গু হয়েছে তোর কামড়ের জন্য। রেস্ট নিন আর ওষুধ খান সব ঠিক হয়ে যাবে।

আমি তখন অসহায় ভাবে শুধু মাথা নাড়লাম।আর মনে মনে তোকে ঘর থেকে তাড়ানোর উপায় ভাবতে লাগলাম।

Loading

Leave A Comment