কবিতা- অন্ধকার ছড়িয়ে

অন্ধকার ছড়িয়ে
-পারমিতা ভট্টাচার্য

 

আজকাল বড় পূণ্য জলে
স্নান করতে ইচ্ছে করে।
অপবিত্র মনের বাকল ছড়িয়ে
পূণ্যবতী হবার আশায়।

জলের মধ্যে রামধনু রঙ ছড়িয়ে
জোনাকিরা করে অবগাহন।
সলিল সমাধি ঘটা বিশ্বাসের
আজ ঘটা করে পালিত হয় মৃত্যুদিবস।

আমি সেই পূণ্য জলে দিই ডুব
সমস্ত শরীর আমার ডুবে যায়
নিঃসীম অন্ধকারে,কিন্তু তবুও
মেরুদণ্ডটা থাকে সিধে।

মেরুদণ্ড বেঁকে যাওয়া মানুষ তো
কাপুরুষতার পরিচয়ই বহন করে।

সমাপ্ত।

Loading

Leave A Comment