কবিতা- প্রতিবাদের চিহ্ন

প্রতিবাদের চিহ্ন
– তমালী বন্দ্যোপাধ্যায়

 

আমার হাতটা বাড়াতে চাইনা
ক্ষমতার দিকে।
মুছেও ফেলতে চাইনা আমি
প্রতিবাদের চিহ্নটিকে।

নতমস্তকে ভিক্ষার নই প্রত্যাশী
এখনো মেরুদন্ড তাই সোজা।
ধ্বংসের পথ সামনেই আছে জেনো।
বুলেটে, বোমায় হিসেব যায় না বোঝা।

চাইনা বাঁচতে শামুকের আবরণে।
চাইনা মুখোশ আঁটা দেশপ্রেমিক হতে।
গুনতে চাইনা আর মানুষের শবদেহ।
বারুদে,গন্ধে,মাটির রক্তক্ষতে।।

Loading

4 thoughts on “কবিতা- প্রতিবাদের চিহ্ন

Leave A Comment