Site icon আলাপী মন

নগ্ন প্রেম

নগ্ন প্রেম
– সত্যেন্দ্রনাথ পাইন

 

প্রেম উড়ে আসে না
উদ্দেশ্যহীন পাখিদের মতো
পথে পাহাড়ে পর্বতে জঙ্গলে
সাগরে ধনী গরীবের ঘরে ঢুকে পড়ে
ধোঁয়ার মতো আপনা হতেই
উত্তরে দক্ষিণে।
কথায় কর লাগে না
বোকা সরলা গ্রাম্য বধূর মতো
ঠমকি ঠমকি চলে সর্বত্র।

আগুন দিক মানে না
মানে না মন্দির মসজিদ গির্জা

উত্তেজনা সন্ত্রাস সর্বদাই হিংস্র যেমন
শার্দুলের মতো
হঠাৎ ঢুকে পড়ে যেখানে সেখানে

নগ্ন প্রেমের রক্তমাখা রূপকথার চিমনি
অনুসরণ করে
প্রশাসনের অন্দরে অন্দরে। ।।

Loading

Exit mobile version