Site icon আলাপী মন

কবিতা- ফিরে চাওয়া

ফিরে চাওয়া
-পিকন দে

 

তুমি যদি শুধু আমার পাশে থাকো,
মানবো না আমি কোনো সমাজের বাঁধ।
দু’টি হৃদয় যদি পরস্পরে মিলে যায়,
জানি ভালোবাসায় নেই কোনো অপরাধ।
যদি আমাকে মন থেকে মেনে নিয়ে,
আবারো নাও তুমি তোমার হৃদয়ে তুলে।
দু-হাত বাড়িয়ে তোমাকে করে নেবো আপন,

আসো যদি আমার কাছে কখনো পথ ভুলে।
আবারো আগলে ধরে বাঁচবো তোমায়,
বোঝাপড়ায় মিটিয়ে নেবো জমা যত রাগ।
তোমাকে ভালোবেসে ভুলে যাবো সব,
মোর যত আছে সুখ-দুঃখের চাপা দাগ।
আসবে যখন কাছে দেখাবো তোমায়,
আমার হৃদয়ের জমা সব দ-ুখানি খুলে।
আমার সবটুকু ভালোবাসা যা আছে,
তোমার জন্যই রেখেছি আজও আমি তুলে।
তুমিই ছিলে সব আমার,আজও আছো,
জেনে রাখো বলে দিলাম তোমায় স্পষ্ট।
ভুল বুঝে সেদিন দূরে করেছিলে ঠিক ওই,
তবে জানতে চাওনি দিয়েছিলে কতটা কষ্ট।।

Exit mobile version