প্রকৃতি
-সঞ্চিতা রায়
সকালের শিউলীর সুরভীতে
তোমার ছোঁয়া পেলাম।
ভোরের রক্তিম সূর্য
যখন ধীরে ধীরে সোনালী
হয়ে উঠছিল, মনের পলে পলে
তোমাকে অনুভব করছিলাম।
এখন ও কী ভোরে উঠে সূর্যপ্রণাম করো।
নাকি এখন কোলবালিশ জড়িয়ে
অনেকক্ষণ ঘুমিয়ে থাকো?
ভোরের বেলা ঘাসের শিশির কণা
এখন ও রোজ তোমার কথা
জানতে চায়।
ভোরের স্নিগ্ধ বাতাস সকালবেলা
যখন আমায় এসে বলে সুপ্রভাত
তোমার সুপ্রভাত শুভেচ্ছা পেতে
ইচ্ছা করে ঠিকই, কিন্তু কী জান,
প্রকৃতি এত স্নিগ্ধতা ও ভালবাসা
দিয়ে আমায় ভরিয়ে তোলে যে
কোন কিছুর অভাব বোধ হয় না
প্রকৃতির ভালবাসা স্নাত হয়ে
আমি ভীষণ ভাল আছি, ভাল থাকবো।
তুমিও ভাল থেকো।