অন্নে জীবন
-প্রবীর রায়
অন্ন যা সকলের জীবন পাখি
ধনী-গড়িব-মুচি-মেথর
সকলের একটিই তৃষা
ধর্ম পারেনা অন্ন বুনতে
জাত পারেনা প্রাণ বাঁচাতে
এমনকি রাজা-নেতারাও পারেনা
মৃত শরীরে প্রাণ ফেরাতে
অর্থ-সম্পদও পারেনা বৃষ্টি করাতে
যে অন্ন কোটিকোটি হত দরিদ্র-অনাথ-বৃদ্ধাশ্রম ও ভিক্ষুকের জীবন বাঁচাবে
যে অন্নে তোমরাও বাঁচবে
তোমরা তা নষ্ট করছো,পঁচিয়ে ফেলছো
তবে কি তোমরা মানুষ!
না-তোমরা জড় বস্তুরও অধম
সে নির্জীব বস্তুও আমাদের অসময়ে সাথ দেয়
আর তোমরা-ছিঃ চিত্তহীন গরল
তোমাদের মৃত্যুতে আমি কাঁদবো না
শ্মশানে যাবোনা-সংকীর্তন গাইবো না
পাড়লে আমায় মেরে ফেলো
তবুও চেঁচিয়ে বলবো
মৃত্যু দাও – ওদের প্রাণ ছিনিয়ে নাও
তবেই আমি-তোমরা-সকলেই বাঁচবো।