কবিতা- পাপ

পাপ
– সুজিত চ্যাটার্জি

 

ফজলের ছেলেটাকে পুলিশে পাকড়ে নিয়ে গেল।

জেল হলো, ধর্ষণের দায়।

ফজল কাঁদলো, কপাল চাপড়ালো, এমন কুসন্তান তার ঔরস জাত।
মুখ পোড়ালি।
আজ আবার ফজল থানায়।

অনেক কাঁদলো, কপাল চাপড়ালো, না না, ছেলের জন্যে নয়।
তার মেয়ে রাবেয়ার জন্য।
রাবেয়া ধর্ষিতা।
পাশের গ্রামের আর এক ফজলের ছেলের কাছে।
আজ, দুই গ্রামের দুই ফজল,
পীর মাজারে হাত পেতে প্রার্থনারত।
হে মহান দাতা। পুত্র সন্তান দিও না।
পাপ সইতে পারবো না।

Loading

Leave A Comment