কবিতা- স্বপ্নের দেশে পাড়ি

স্বপ্নের দেশে পাড়ি
– বিশ্বদীপ মুখার্জী

 

যে দিন এক গুচ্ছ বকুল দিয়েছিলাম উপহার….
সে দিন থেকে শুরু
তোমার নিষ্পাপ হৃদয়ে আমার আনাগোনা,
এখন ভাবি সে কি ছিল নিছকই এক কল্পনা?
না, কল্পনা নয়….
বাস্তবের মাটিতে রেখেছিলাম পা।
রুক্ষ এক ভূমিতে বইয়ে দিতে চেয়েছিলাম
অফুরান জলের স্রোত,
অসংখ্য ফুল ফোটার আশায়।
হাত ধরে টেনে আনতে চেয়েছিলাম
অন্ধকার গর্ত থেকে,
দেখাতে চেয়েছিলাম জগতের অপরূপ আলো।
বহু বসন্ত পেরিয়েও যা কিছু পাওনি
সে সব উজাড় করে দিতে চেয়েছিলাম তোমায়।
তোমার প্রাণ ভরা নিষ্পাপ হাসি দিয়েছি ফিরিয়ে,
তোমার স্বপ্নের দেশ হয়েছিল শ্মশান….
তাকে পুর্নজীবিত করেছি, ঢেলেছি তাতে প্রাণ।
তবুও আজ আমি অপরাধী….
নিজের লাশকে কাঁধে বয়ে বেড়াচ্ছি যত্রতত্র,
খুঁজে চলেছি সেই প্রাণে ভরা দুটি আঁখি
এখানে ওখানে, সর্বত্র।
সূর্যের প্রথম রশ্মিতে
যে পথ দেখিয়েছিলাম আমি,
সহযাত্রী আর কেউ না….
শুধুই আমি, সেটা মানি।
যে আঙ্গুল উঠেছে আমার উপর তুচ্ছ জানি সেটা,
শীর্ষে নিয়ে যাবো তোমায় আমি, জানি শুধু এটা।

 

Loading

Leave A Comment