Site icon আলাপী মন

কবিতা- হতে চাই না বখাটের মত ভালো

হতে চাই না বখাটের মত ভালো
-কৃষ্ণ বর্মন

 

একুশে গ্র্যাজুয়েশন
তেইশে এম.এ. পাশ
তারপর ফর্মের পর ফর্ম ছাড়া
তেরোতেই লেখা হয়ে গেছে নাম এক্সচেঞ্জের জমা খাতায়
তারপর যোগ্যতা পাল্টেছে শুধু

ইন্টারভিউয়ের কালো জুতো সাদা জামা কালো প্যান্ট
এখন বিষাদে বিশ্রামে
তিরিশ পেরিয়ে এখন ছেলেটা খুঁটে খুঁটে খায় শুধু
পাড়ার রক গঙ্গার ধার স্টেশনের ছাউনি
অবসর আর অবসাদের আশ্রয় আর সাথী

ছেলেটাকে সবাই বখাটে বলে
কেউ দেয় গাল
কারো তাকানোতে ঈষৎ ব্যঙ্গ আর তীর্যক শ্লেষ
এভাবেই কাটছিলো তাঁর দিনগুলি বেশ
অবশেষে আজ পেলো সে পরিচয়ের নব আলো
তবুও হতে চাই না বখাটের মত ভালো

Exit mobile version