কবিতা- সন্দিহান

সন্দিহান
– সত্য দেব পতি

 

ঋতুরাজের রক্তিম আকাশের ভাসমান মেঘ,
পুবালী বাতাস বহে ফুলের সুবাস-
মেঘের পরতের ভাঁজে নীল খামে রাখা ভালো বাসা ;
কোথাও পর্বত কোথায় প্রেমিক যুগল ছবি।

আমার মনের ক্যানভাস এখন শুভ্রতাময়-
জলরঙের বসন্ত বাহার উঁকি দেয় সেখানে,
লেখার কলম কাঠিতে কালি এখন অন্তিম!
তবুও বলতে হয় সবকিছুই যেন আনকোরা।

বিভ্রান্তি ময় সময়ে এলোমেলো ধুলিঝড়,
অন্ধকার আকাশে উড়ন্ত বিহগা সারি-
ওরা প্রাণপণে ফিরতে চাইছে আপন কুলায় ;
নীভু আলোর জ্যোতি দুর গগনে আবছা সেই ছবি।

অশরীরি আত্মার মতো বিচরণ করে মন,
একটু ভালোবাসার পরশ পেতে চায় হৃদয়-
বিশ্বাসের বাগানে ফুলের মোতাতে অলির সমাগম;
কারো অপেক্ষায় নিমীলিত চোখে বিশ্বাসে বসে থাকে পাগল মন’
সকাল থেকে রাত পর্যন্ত করছে শুধু তারই সন্দিহান।

Loading

Leave A Comment