বার বার ফিরে আসে
-সুমিত মোদক
মহাপ্রস্থানের পথ থেকে ফিরে আসছে পাঞ্চালি
পঞ্চ স্বামীকে পিছনে রেখে ;
তারা তখন উপরের দিকে , লক্ষ্য গন্তব্য স্থল …
পাঞ্চালি ফিরে আসে বার বার ভারতে
এ ভারতে ;
পঞ্চ স্বামীর কাছে নয় ,
প্রিয় সখার কাছে , কৃষ্ণা হয়ে ;
দ্রৌপদী নয় , পাঞ্চালি নয় , কৃষ্ণা হয়ে
জেগে থাকে যুগ যুগ , যুগান্তরে ;
তার আকাঙ্ক্ষিত পুরুষ , পুরুষোত্তম . ..
তার আকাঙ্ক্ষিত স্নান , রক্ত – স্নান …
মহাপ্রস্থানের পথ তার জন্য নয় ;
তার জন্যই কুরুক্ষেত্র প্রান্তর ;
তার জন্যই এতো রক্ত ক্ষয়
মহাভারত ;
সে খবর রাখে না কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ;
বার বার ফিরে আসে কৃষ্ণা ;
বার বার জন্ম দেয় রক্ত ক্ষয়ি অধ্যায়
রক্তে ভেজা ভারতবর্ষ ।।