Site icon আলাপী মন

কবিতা- মাঙ্গলিক নাকি অমাঙ্গলিক?

মাঙ্গলিক নাকি অমাঙ্গলিক?
– সোহিনী সামন্ত

 

বিয়ের বন্ধন আজ রুদ্ধ শ্বাসে হাঁফিয়ে ,
উঠেছে ক্লান্ত মনের বিড়ম্বনায়…
সমাজের বিচারগুলো কাঁটার মতন,
বিঁধে চলেছে উন্নত জীবের মন বালুকায়…
আজ সামনাসামনি দ্বন্দ্বে পড়েছে,
হাতের রেখার বিশ্লেষণ আর মন মিলনের সম্ভাষণ…
জ্ঞান-অজ্ঞান-বিজ্ঞান-মনবিজ্ঞান সবই আজ,
ঠিকুজির গরলগ্রাসে চৈতন্যের খোঁজ করে চলে,
এটাই আজকালকার নতুন বিশেষণ…
পৃথিবী নিজ কক্ষ পথে ঘুরে চলে,
তবে সময় এসেছে মনে প্রশ্ন তোলার…
জীবনটা কি ঠিকুজির জ্যামিতিতে বাঁধা?

Exit mobile version