Site icon আলাপী মন

কবিতা- “বিশ্বাসঘাতকতা”

“বিশ্বাসঘাতকতা”
– শচীদুলাল পাল

 

মানুষের ধর্ম বিবেক মানবিকতা।
অমানবিক কিছু মানুষের বিশ্বাসঘাতকতা।
স্বার্থসিদ্ধিতে বর্তমান ও ইতিহাস কলুষিত।
মানবিকতা ভুলে বিশ্বাসঘাতকতায় লিপ্ত।
রাবণের মৃতুর কারণ বিভীষণ।
মেঘনাদ বধে নিকুম্ভিলা যজ্ঞাগারে লক্ষণ।
যজ্ঞ পণ্ডের মন্ত্রণায় বিভীষণ।
বিশ্বাসঘাতক বিভীষণ দেয় সন্ধান মৃতুবাণ।
মহাবলী রাবণের পতন মরণ।
ষড়যন্ত্রে ভাই বধে বিভীষণ।
মীরজাফরের পঞ্চাশ হাজার সৈন্যদল।
নিশ্চুপ নিশ্চল থেকে আত্মসমর্পণ।
মীরজাফরের বিশ্বাসঘাতকতায়
ভারতের স্বাধীনতার অবসান।
রোমান সৈন্যের যিশু সনাক্তকরণ।
জুডাসের সেই বিষাক্ত চুম্বন।
কুখ্যাত এইসব বিশ্বাসঘাতকতা।
স্বর্ণাক্ষরে লিখিত ইতিহাস পাতা।
সিরাজদ্দৌলার আত্মীয় ও আশ্রয় দাতা।
মহম্মদি বেগের ক্লাইভ নির্দেশে সিরাজ হত্যা।
নেপালের রাজবংশের গণ হনন।
আপনজন বিশ্বাসঘাতকতার উদাহারণ।
হীরক ব্যাবসায়ী নিরব নেই পাত্তা।
লক্ষকোটি ব্যাঙ্ক লোন নিয়ে বেপাত্তা।
রোজভেলি,সারদার বিশ্বাসঘাতকতা।
জনসাধারণ প্রতারিত নেই কোনো মাথাব্যথা।
আদরের নামে ড্রাইভার পড়শি আপনজন।
বিশ্বাসভাজন দ্বারাই শিশুকন্যা ধর্ষণ।
নিজপ্রাণ তুচ্ছ করে সন্তান লালন পালন।
গর্ভধারিণী জননীর ঠিকানা বৃদ্ধাশ্রম।
যত্ন ভক্তি শ্রদ্ধা সেবায় পিতা আবেগ তাড়িত।
সন্তানে সম্পতি লিখে বিতাড়িত প্রতারিত।
বিয়ের প্রতিশ্রুতি মত প্রেম সহবাসে মান্যতা।
অন্তঃসত্ত্বায় অস্বীকার প্রেমিকের দুর্ব্যবহার বিশ্বাসঘাতকতা।

Exit mobile version