অনু গল্প- স্মৃতি

স্মৃতি
– অঞ্জনা গোড়িয়া

মিনিটের মধ্যেই সব শেষ। প্রদীপ গেল নিভে। প্রাণটা গেল হারিয়ে। কত যত্নে আদরে ছিল। বুলি বলত। গান শোনাত। যা দিই তাই খেত। সেই ছোট থেকেই আমার কাছে। ছেড়ে দিলে ও আর কোথাও যায় না।
টি.ভি.টা চললেই ঘরের গেটের কাছে উঁকি দিত। তাকে নিয়েই বাড়ি সুদ্ধ সবার আনন্দ। একদিন আমি স্কুল থেকে বাড়ি ফিরতেই ছুটে এলো। আমি কখন ওকে নিয়ে একটু বেরাতে যাব? সেই আশায় বসে থাকে গেটে সামনে। আমার দাদা খবর দেখছিল টি.ভি.তে। যেই বাইরে আসতে গেল খেয়াল ছিল না একদম। অমনি বড় দু’টি পায়ের তলায় চাপা পড়ল। চিৎকার করে ডেকে উঠল। মুনিয়া! ছোট্ট শালিকটা। পায়ের চাপে আর চোখ খুলল না। দু’চোখ গড়িয়ে বেয়ে গেল অশ্রু নদী। আজও মনকে ভাবায় কাঁদায়। আমার আদরের বুনো শালিক।

Loading

One thought on “অনু গল্প- স্মৃতি

Leave A Comment