কবিতা- আঘাত

আঘাত
– পিকন দে

 

যতই কাছে চেয়েছি তোমায়,
দূরে যেতে করেছো আদেশ।।
আঘাতে আঘাতে হয়েছি আজ,
আমি যেন পুরোপুরি শেষ।।
তোমার দেওয়া নির্মম আঘাতে,
পারিনি আমি তোমাকে ভুলতে।।
তোমার ভালো সবসময় চেয়েও,
চলেছি আমি আজ মরতে।।
সরল মনকে বোঝোনি তুমি,
নাকি বুঝেও বুঝতে চাওনি কোনদিনো।।
আমি তো শুধু তোমারি ছিলাম,আছি-
সে কথাটি হয়তো জানো এখনো।।
প্রতিটা মুহূর্ত পাশে যেন থাকি,
এভাবেই তো ভালোবাসতে বলেছিলে।।
সবটাই হয়তো এখন একতরফায়,
এক সময় তুমিও তো ভালোবেসেছিলে।।
আঘাতগুলো সযত্নে সয়ে নিয়েছি,
তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য নয়।।
প্রত্যাঘাত ভালোবাসা হতে পারেনা,
তুমি এর জন্য পেয়ো না কোন ভয়।।
শুধু তুমি একা নয় সবাই জানে,
আমার সবটুকু জড়িয়ে তোমারি নাম।।
কিভাবে সেই মনকে আঘাত করে,
নিখাদ ভালোবাসার দিলে এমন দাম।।

Loading

3 thoughts on “কবিতা- আঘাত

  1. আমি কাকে ভালোবাসি
    তা’ কিন্তু ভালোবাসা নয়,
    আমাকে কে কতটুকু বাসে ভালো
    তাই বোধহয় ভালোবাসা হয়।
    ভালোবাসা তো জানি আমি
    ভালোতেই মোরা করি বাস-
    তোমার ভালোবাসা স্বার্থক হবে
    মেকিভালোবাসা ভুলে থাকিলে বিন্দাস।
    মৃত্যু বরনে কভু হয় না কিন্তু
    ভালোবাসার মূখ্য প্রতিদান
    কাপুরুষের লক্ষ্যণ সর্বজনে বলে
    ক্ষুণ্ণ হয় ভালোবাসার মান।

Leave A Comment