Site icon আলাপী মন

কবিতা- আঘাত

আঘাত
– পিকন দে

 

যতই কাছে চেয়েছি তোমায়,
দূরে যেতে করেছো আদেশ।।
আঘাতে আঘাতে হয়েছি আজ,
আমি যেন পুরোপুরি শেষ।।
তোমার দেওয়া নির্মম আঘাতে,
পারিনি আমি তোমাকে ভুলতে।।
তোমার ভালো সবসময় চেয়েও,
চলেছি আমি আজ মরতে।।
সরল মনকে বোঝোনি তুমি,
নাকি বুঝেও বুঝতে চাওনি কোনদিনো।।
আমি তো শুধু তোমারি ছিলাম,আছি-
সে কথাটি হয়তো জানো এখনো।।
প্রতিটা মুহূর্ত পাশে যেন থাকি,
এভাবেই তো ভালোবাসতে বলেছিলে।।
সবটাই হয়তো এখন একতরফায়,
এক সময় তুমিও তো ভালোবেসেছিলে।।
আঘাতগুলো সযত্নে সয়ে নিয়েছি,
তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য নয়।।
প্রত্যাঘাত ভালোবাসা হতে পারেনা,
তুমি এর জন্য পেয়ো না কোন ভয়।।
শুধু তুমি একা নয় সবাই জানে,
আমার সবটুকু জড়িয়ে তোমারি নাম।।
কিভাবে সেই মনকে আঘাত করে,
নিখাদ ভালোবাসার দিলে এমন দাম।।

Exit mobile version