অণু গল্প- ভোরের স্বপ্ন

ভোরের স্বপ্ন
অমিতাভ সরকার

 

এক ঝাঁক উপন্যাসের একটি পাতা। প্রস্ফুটিত শরতের শিউলি। এ রকমই ভাবনা নিয়ে আবাস গড়তে চেয়েছিলাম মঙ্গলের বুকে সেই কবে। আবাস গড়েছি। নীলিমা তুমি দেখতে পাচ্ছো?
তোমাকে দিতে পেরেছি পাকা আম রঙের আকাশ। এক চিলতে জমিতে আবাস চেয়েছিলে না? তোমার জন্য রয়েছে আবাসের সাথে হেক্টরের পর হেক্টর জমি প্রভাত ভ্রমণের জন্য। অফুরন্ত বনানী। অঢেল দূষণমুক্ত শ্বাস গ্রহণের প্রান্তর। হাত ধরাধরি করে সকলের চলাফেরা। দরজার আগল নেই। এখানের অভিধানে ধনী দরিদ্র বলে কিছু নেই, হিংসা বিদ্বেষ কি জিনিস জানেনা কেউ। এখানে হাসি ছাড়া কান্নার স্থান নেই। হাসপাতাল দরকার হয় না। বিষ ঢেলে জমিতে ফসল হয় না। দেখো নীলিমা কিছুদিনের মধ্যে আমাদের গায়ের রং আকাশের মত হয়ে গেছে না! তুমি কি সুন্দর বুঝতে পাচ্ছ! গ্রহান্তরের পরীরা এসে তোমার ঘুম এনে দেয়। তোমার মুখের উপর দেখতে পায় গৈরিক চাঁদের আলো।
প্রভাতের কলকাকলি তোমার আমার ঘুম ভাঙায়। তরঙ্গে তরঙ্গে ভেসে আসে পৃথিবীর বুকে নীলিমার উচ্ছাস আহ্বান ও স্মৃতি, ও বিথী দেখে যা আমাদের কত সুখ আমাদের আবাসে।

Loading

Leave A Comment