কবিতা

কবিতা- অবহেলিত নারী

অবহেলিত নারী
– শংকর হালদার

 

সবুজের কোনো এক প্রান্তরে, অলি-গলি বা রাজপথ বুকে,
আলেয়ার ন্যায় আবির্ভাব ঘটে বেহায়া চ্যানেল, ও সংবাদ কর্মী’র।
ভাষার সাম্যতা হারিয়ে মেলে ধরে জনসমক্ষে
প্রজাপতির মতো বিচিত্র ডানা।
জল ভাতের ন্যায় বলাৎকার হয় নির্মল কমল পাপড়ি।
জর্জরিত অর্জুন প্রশ্ন বানে
বাঁধ ভাঙা অশ্রুতে প্লাবিত দু’কূল
হরিণী চাওনিতে শত প্রার্থনা আর বোবা কান্না গোপন।
দশ’পা পিছোলেও এগিয়ে আসে’না এক পা,
ছলনা’র সমবেদনা জ্ঞাপন করে সমগোত্রীয়’রা।
আসে প্রশাসন, আসে পৌরপিতা, পৌরমাতা
অকাজের তমসায় ঢেকে যায় গোটা ইতিহাস।

চিল,শকুন জনতার রং মেখে কৌতুক নাটিকা দেখে।

অন্ধসমাজ বন্ধ্যাত্ব প্রশাসন।

ঘাই মারে সমাজের কোঠরে কোঠরে পিপাসার্ত শের।

অবহেলিত সমাজ চোখে বাসি পাপড়ির ন্যায়
ঝরে যায় প্রতিনিয়ত।
ভানু বিধূ তারকাপুঞ্জের মাঝে ওঠে’না. আলোড়ন,
থাকে না প্রতিবাদ।
সন্ন্যাসী আইন কানুন কেবল মুছে যায় একটা নাম খাতা থেকে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page