আজ বাংলা
– সোম
কাঁদিস নে কাঁদিস নে,
মুছে ফ্যাল চোখের জল!
এটাই পশ্চিমবঙ্গ, বঙ্গভূমি;
যার বতর্মান নাম বাংলা।
নারীকে এরা সম্মান জানায়,
আবার নারীর প্রতি এরাই বড় হ্যাংলা।
পেপার খুললেই–
ধর্ষণ, খুন মার্ডার রাহাজানি।
এ রোজকার ঘটনা,
আমরা পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানি।
এই মেয়েটা, ওঠ কাঠগড়ায়।
বলতো– কি হয়েছিল তোর?
কান্না চেপে বললো- মেয়েটা!
অন্ধকারে টেনে হিঁচড়ে গায়ের কাপড়…
আমি বাঁধা দিতে পারিনি, ওরা করেছে জোর।
স্ব চক্ষে দেখেছেন আমাদের উনি..
বাধা দেওয়ায় মরণ হলো তাঁর,
বন্দুকের একটি গুলির ঘায়ে!
জর্জসাহেব– তুমি ওদের কঠিন সাজা দিও,
ফাঁসিকাঠে ঝুলিয়ে মেরো ;
তোমার বিচার-রায়ে।
কাঁদবো না কাঁদবো না,
আমি আর কাঁদবো না।
এখানে দোষীর সাজা সাধুর মাথায়,
টাকার বশে উল্টে যায় মামলা।
এটাই পশ্চিমবঙ্গ, বঙ্গভূমি ;
যার বর্তমান নাম বাংলা।
অর্ডার– অর্ডার, টেবিল চাপড়ে বললেন– জর্জ।
ড্যাস_ তারিখে হবে এই বিচার পুনরায়!
স্বামীহারা কলঙ্কিনী দিন গোনে, মাস গেল, বছর গেল……
কেবল দোষীদের শাস্তির অপেক্ষায়!