Site icon আলাপী মন

কবিতা- দেখাটা বড় দোষের…..

দেখাটা বড় দোষের
– -কৃষ্ণ বর্মন

 

শোনাটা আজ দোষ
তার চেয়ে বড় দোষের দেখা
আর সবচেয়ে বড় দোষের
যা যা যেরকম যেরকম দেখা হল
ঠিক সেরকম সেরকম বলে দেওয়া।
সব শোনা হয়তো ঠিকঠাক হয়না
কিন্তু সব দেখাই যে অসত্য
তা বিশ্বাস করতে শেখা যে
নিজের অস্তিত্বের প্রতিই সন্দেহ প্রকাশ।

আসলে সব দেখাটাকে সরাসরি সপাটে বলে দেওয়া হয়তো
সকলের সহ্যের প্রিয়পাত্র হতে পারে না।
তাই নিজের চোখের দেখার বাইরেও
আরেকটা দেখাকে দেখতে হয়
যা অন্যের বা অন্যদের মত।

যারা অন্ধ তাঁরাও দেখে নেয় জগতটাকে নিজের মত।
তাঁদের দেখা দেখার প্রকৃত দেখার সংজ্ঞাটাই যে পাল্টে দেয়।
অথচ যারা অন্ধ থেকে সাজে
তাঁরা অন্যদেরও অন্ধ ভাবতে
কিংবা অন্ধ করে রাখতে ভালবাসে।
দুঃসাহসী দেখায় তাঁরা কখনো বিশ্বাস করে না।
তাই তাঁরা বলার মত সব চেয়ে বড় দোষে
কলঙ্কিত করে না নিজেদের।

দেখাটাও এক সাহস
সেই সাহস অর্জন করতে হয়
যে সাহস দুর্গম দুর্দিনেও
ছদ্ম -অন্ধত্বকে করে জয়।

Exit mobile version