মানবোনা কারোর কথা
– প্রবীর রায়
নাঃ মানবোনা-মানবোনা আমি কারোর কথা
ভাঙুক পাঁজরা-ঝরুক রক্ত সইবো আমি সবি ব্যথা
রাজ শাসনে খেলছো তোমরা-মরছি মোরা ছাইপাঁশে
একেক সময় একেক চিত্র-বদলাক এ রীতির আভাষ
কি বলতে চাইছো তোমরা-আমরা কি হুতুম পেঁচা
আয় ছুটে আয় বেকার যুবক-একসুরেতে আজকে চেঁচা
গড়িব মোরা সব বিকেছি-লোন নিয়েছি কাজের জন্য
রক্ত বেচা বাবার আশা কাঁদছে পথ-এ আমরা বন্য
ধূলিমাখা সড়ক কীট-নতুন রীতির আমরা পণ্য
মানবোনা এই দুঃশাসন-করবো নাকো আইন গণ্য
পথ-এ আজ নামবো মোরা-মিছিল হবে হকের জন্য
চুক্তিপত্র আমরাই দেবো-হ’লে হবে নেতা ধন্য
হোক এদেশে উন্নত শির-ভয় পাবোনা লড়তে কভু
মুছুক বিভেদ থামুক আগুন-জয় ছিনিয়ে আনবো তবু
বিশ্ববাসী মোরা ভাইভাই-নতুন প্রভাত হইবে উদয়
মারবে ওদের মরবো মোরাও-সকল কণ্ঠে রক্তিম জয়।।