একই চিত্রপট
– সুমিত মোদক
হারিয়ে যায় আংটি নদী বক্ষে;
শকুন্তলারা হারিয়ে ফেলে আংটি;
হারিয়ে ফেলে স্বামীর সোহাগ;
অন্তঃস্বত্বা হয় …
দুষ্মন্ত রাজারা শিকারে বেরিয়ে পড়ে;
শিকার করে …
ফিরে যায় নিজস্ব চরাচর ভূমিতে;
জন্ম নেয় ভরত;
যে কিনা খেলা করে সিংহ শাবকের সঙ্গে
মহাকালের সঙ্গে;
হাজার হাজার বছর ধরে একই চিত্রপট
একই রাগ… ইমন ;
এ ভারতে
শকুন্তলা.. দুষ্মন্ত…ভরত…
আজও …..একই ঘটনার পুনরাবৃত্তি।