যদিও আষাঢ় মাস
– নৃপেন্দ্রনাথ মহন্ত
এখন আষাঢ় মাস, বর্ষার পূর্বাভাস
বৃষ্টি হয় থেমে থেমে, রোদ ওঠে না।
ধারাসারে বৃষ্টি হলে প্রকৃতিও কথা বলে
নইলে কবির মুখে ভাষা জোটেনা।
বৃষ্টি পড়ে ধারাসারে বাঙালির ঘরে ঘরে
রান্না আজ ভাজাপোড়া খিচুড়ি -ইলিশ
কবির টেবিলে খাতা, ব্যাঙেরা ধরেছে ছাতা
একপাশে আছে পাতা বিছানা- বালিশ।
এখনো ভরেনি খাল, ফোলেনি ব্যাঙের গাল
ঝিলেতে তোলেনি মাথা শাপলা-শালুক
তবু এক মেঘদূত কালি মেখে অদ্ভুত
হাতে বন্ধকী নামা ছেঁড়া তমোসুখ।