হল্লা রাজার বিচার
-শচীদুলাল পাল
হল্লা রাজা বিচারের আসনে উপবেশন।
মন্ত্রী পারিষদ সব আছে বিচার হবে এখন
শান্ত্রিসেপাই! ধরে আনো একে একে আসামী সবাই।
বলো বৃদ্ধ তুমি কেন এত ক্ষুব্ধ।তুমি বুদ্ধ তোমার কীসের এত যুদ্ধ।
মহারাজ এম.আই.এসে. সুদ কমছে জুটে না খাবার।
বুড়ো বয়সে কম করো খাবার দাবার, নইলে বাড়বে সুগার।
ডাকো এবার স্কুল ইন্সপেক্টর কেরানি হেডমাস্টার।
ছাত্ররা কেউ পারেনি দিতে উত্তর বলে ইন্সপেক্টর,
“হরধনু কে ভেঙেছিল?” সবাই বলে “আমি ভাঙিনি স্যার।”
লজ্জায় মুখ নীচু কাঁচুমাচু হেডমাস্টার।
কেরানি বলে” ভাঙুক কিনে দেব ফান্ডে টাকা দেদার।”
মহারাজ বলে কেরানী তুমিতো বুদ্ধির খনি।
আজ থেকে তুমি হেডমাস্টার স্কুলের শিরোমণি।
হেডমাস্টার তোমার নাই দরকার এবার নাও অবসর।
তুমি নও গুরু আস্ত এক গরু পেনশনও পাবেনা আর।
এক যুবতী বলে দশ বছরে ডিভোর্স চেয়ে পায়নি বিচার।
মহারাজ বলে পরকীয়া চালু এবার ডিভোর্স কী দরকার।
বলো মোল্লা কীসের জ্বালা তোমার?
ভিন্ন ভিন্ন নারীভোগ বন্ধ তিন তালাক আর হবেনা
নগরোন্নন মন্ত্রী! বানাও আরও বেশ্যাখানা।
পুরোহিত বলে ভাতা না মিলে,
মহারাজ বলে পৈতা খুলে ধর হাত লাঙলে।
বিধবা নিঃসন্তান বলে রাজামশাই আমি গৃহহীন।
একি শুনি তুমি তো বেশ গুনি, অঞ্চল প্রধান।
মহারাজ! এই বুড়ি হতচ্ছাড়ি অন্য ছাতার তলায়।
কাগজে কলমে পেয়েছে বাড়ি আর নাই উপায়।
অভিনেত্রী মন্ত্রী কী তোমার অভিযোগ বলো
ভোট প্রচারে চামড়া পুড়ে হয়েছি কালো।
লাগাও সান স্ক্রীন লোশন ফেয়ার এন্ড লাভলি।
পাঁচ বছর থাকো এ.সি.তে হবে কাশ্মীর কি কলি।
মহারাজ দ্রব্যমূল্য বৃদ্ধিতে জেরবার
জনগণ বলে লাগাম টানুন এবার।
টাকা ঘরে রাখছো আবার?
নোট বাতিল করে দেব বুঝবে এবার।
নিরবে নীরব কেন হয়নি সঠিক বিচার।
মঙ্গলগ্রহে কিনেছে জমি আমি মহারাজ নাচার।
Apurbo
ধন্যবাদ সবাইকে