কবিতা

কবিতা- ভালোবাসা

ভালোবাসা
-তোফায়েল আহমেদ


ভালোবাসা জীবনের সারাংশ,যা সব ধরণের
প্রাণীতে বিরাজিত,
ভালোবাসা আসে আবার চলে যায়,বেদনায়
থাকে সে জীবিত।

ভালোবাসা হলো মনের খোরাক, আপনের
আপন মোহনা,
উদয়ে সুখ, অস্তে দুঃখ,এই নিয়েই চলে সব
জীবনের সাধনা।

ভালোবাসা পিরিতির পাঠশালা হৃদয়ের মিতা
প্রেমের মুগ্ধ রসায়ন,
তাইতো সৃষ্টিরা ভালোবাসা করে শয়নে স্বপনে
বাস্তবে বাসরে চয়নে রুপায়ন।

ভালোবাসা আপনে ঘুরে প্রাকৃতিক কারণে
অপরে চলে যায়,
ঘর থেকে বেড়িয়ে গেলে সারাজীবন তাকে
ডাকে কত, আমার কাছে আয়।

সেতো আসেনা আর আপনের বসত ঘরে
বেদনা দিয়ে যায়,
এই বেদনার ভারে আজীবন জীবন কাঁদে
নিরব, বিরূপ যাতনায়।

জীবনতো তাকেই খোঁজে, রোজে -রোজে
কত রূপক বন্দনায়,
আলো অন্ধকারে সে জীবনের নির্যাসে থাকে
অবাক মানস চেতনায়।

প্রথম জীবন প্রথম ভালোবাসা সারা জীবন
শেখরে বেঁচে থাকে,
বর্তমান ধাক্কা দেয় বিচিত্র বিবিধের আদতে
সে যায় না, ডালে বসে ডাকে।

নিশি পেলে তার সোহাগী আচরণ স্মৃতিগুলি
গোপনে বিচরণ করে,
জীবনকে দলিতে মথিতে ভালোবাসার পরতে
একাকার করে ছাড়ে।

জীবনের নির্যাসের নাম ভালোবাসা, যা দিয়ে
সৃষ্টির শ্রেষ্ট বাঁচে ভবের ক্ষনিকে,
ভালোবাসা বুঝেনা জীবনকে, সময়ের কাঁধে চড়ে
চলে যায়,খোঁজেনা লালনকে ।

নিঃশ্বাসে বিশ্বাসে সব সৃষ্টিরা তাকে চায় বিনীতে
বাস্তব জীবনের ও হৃদয়ের মাঠে,
কিন্তু চলে যায় ভালোবাসা রয়ে যায় তার অনুভূতি
মরমিয়ার ঘাটে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page