তুমি যদি জানতে
– পিকন দে
ধরে ছিলে তুমি যে হাত ভালোবাসবে বলে,
বুঝিনি এভাবে ছেড়ে চলে যাবে ভুলভ্রান্তে।
কত শত টুকরো টুকরো করেছিলে হৃদয়টার,
চাওনি সেদিন আমার কাছে একবারও জানতে।
কত বেদনার ঝড় তুলে গেছিলে সেদিন প্রাণে,
আজ জানি বলে কিছু হবে না, চাইবে না মানতে।।
বুকের পিঞ্জিরার কতটা গভীরে রয়েছ যে তুমি,
আমার ভালবাসাখানি একবার তুমি যদি জানতে।
পারতে না কখনো, পারতে না তুমি দূরে গিয়ে,
একমুহুর্ত এভাবে স্বার্থপরতায় ভালো থাকতে।
কতটা যে ভালোবেসেছিলাম আমি তোমায়,
মন থেকে কথাটি একবার তুমি যদি জানতে।
হাফ আফসোস, যদি দেখতে চোখের সামনে,
হয়তো নিশ্চয়ই আমার হাতটি টেনে আনতে।
কষ্টের অথৈ-সাগরে আমি হাবুডুবু খেতে খেতে,
তলানীতে আজ, সেই কথাটি তুমি যদি জানতে।।
ভুল-ত্রুটি, সব ভুলে আলোর রেখা সঙ্গে নিয়ে,
আমার কাছে হয়তো আবারো ফিরে আসতে।
আশাগুলো নিরাশা হয়ে একাকী “আবর্তমান”,
অন্ধকারে ডুবেই আছি তা তুমি যদি জানতে।
তোমায় ছাড়া দিনগুলি কাটিয়েছি আমি কষ্টে,
প্রতিমুহূর্তে দম বন্ধ হয়ে আসে একাকী একান্তে।
কতটা নিস্বার্থ-নির্লজ্জ ভাবে, ভালোবেসেছিলাম,
আফসোস তুমি যদি একটিবার আমায় জানতে।