কবিতা

কবিতা- ফিরে আসুক মানবপ্রীতি

ফিরে আসুক মানবপ্রীতি
-মানিক দাক্ষিত

 

মানুষের খোলসে তোমাদের দেহখানি ঢাকা,
বিতাড়িত বিবেকের কক্ষ মরুভূমিময় ফাঁকা।

নিষ্ঠুরতার খোলা তরবারি নিয়ে হাতে,
দিবা-রাত্র ধ্বংসের খেলায় রয়েছো মেতে।

মানবতার পবিত্র ছোঁয়া নাগালের বাইরে;
অমানবিক কর্ম তোমাদের শরীরে, অন্তরে।

কখনও কি ভেবেছো মানুষের জন্ম ইতিহাস?
বিন্দুরূপী ভ্রুণ কিভাবে হয় মানবে প্রকাশ?

কতগুলো বছর পার হয় রোদে আর ঝড়ে,
কতগুলো বসন্ত পেরোয়–মনে কি পড়ে?

নিমেষে প্রাণ কাড়ো, দেহ নিয়ে করো খেলা!
কিসে আসে শান্তি, নাই চিন্তা, শুধু অবহেলা।

মানবিক মূল্যবোধ যদি না জাগে মনে,
জীবনের মূল্য দাও, মেরো নাকো প্রাণে।

হিংসা ছেড়ে শান্তি আনো, করুণ মিনতি–
শত্রু নয় বন্ধু ভাবো, ফিরুক মানবপ্রীতি।

Loading

3 Comments

  • Anonymous

    আন্তরিক ধন্যবাদ। নিরন্তর শুভেচ্ছা ও শুভ কামনা।

  • Rajasri Chakraborty

    এ কথা এখন অনেকেই বিশ্বাস করে না , তাই এত অমানবিক জীবন যাপন । হত্যা করতে বুক কাঁপে না । বিবেক দংশন হয় না বহিরাগতর জন্য আত্মজকে হত্যা করতে । জানি না আর কত অস্থিরতা পৃথিবীকে কলুষিত করবে ।

Leave A Comment

You cannot copy content of this page