Site icon আলাপী মন

কবিতা- যদি তুমি

যদি তুমি…
– অমিত কুমার জানা

 

রৌদ্রতপ্ত পরিবেশে অভিযোজিত হতে পারি
যদি তুমি শ্রাবণের জলধর থেকে ঝরে পড়ো।
মনের কোণে হতাশার মেঘ জমিয়ে রাখতে পারি
যদি তুমি নতুন প্রভাতের আলো হয়ে এসো।
অসহ দাবদাহ অক্লেশে সইতে পারি
যদি তুমি দখিণা বাতাস হয়ে এস।
তৃষ্ণার্ত চাতকের মতো অপেক্ষা করতে পারি
যদি তুমি বৃষ্টি হয়ে ঝরে পড়ো।
মরুর তপ্ত বালিতে হেঁটে যেতে পারি
যদি তূ্মি মরুদ্যান রূপে দেখা দাও।
বেদনাদগ্ধ বুকেও মুখে হাসি মাখতে পারি
যদি সে হাসির উৎস শুধু তুমি হও।
তোমায় নিয়ে স্বপ্নের আল্পনা আঁকতে পারি
যদি তুমি আমার অক্ষয় আল্পনা হয়ে থেকো।

Exit mobile version