আজ আর কাল
-মৌসুমী সাহা মহালানাবীশ
আজকে যার উপর এত অভিমান কাল তাকে নিজের কাছে ধরে রাখতে পারবি তো?
আজ যাকে দেখার জন্য এতো অপেক্ষা কাল তাকে কখনও রাস্তায় দেখলে চিনতে পারবি তো ?
আজ যার জন্য সারাটা রাত অন থাকিস, বার বার চেক করিস সে অন কিনা কাল তার আইডি প্রোফাইল টা মনে রাখতে পারবি তো ?
আজ যার কথাতে নিজের রুটিন বদলাস, চুলের আর্ট বদলাস কাল তার কথায় একবার নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখতে পারবি তো ?
আজ যাকে দিয়ে রাতের খাবার পছন্দ করাস কাল রাতে খাবার মুখে তোলার আগে একবার তার কথা ভাববি তো ?
আজ যে কাঁদলে তোর বুক ভাঙে কাল তার জন্য তোর বুকে একটু জায়গা হবে তো ?
আজ যার প্রতিটা পদক্ষেপে খোঁজ খবর রাখিস কাল তার জ্বর হলে প্রার্থনা করবি তো ?
আজ তুই যার উপর নির্ভরশীল কাল যখন কেউ তোর উপর নির্ভরশীল হবে তখন তাকে ভরসা করবি তো ?
আজ যেটা বর্তমান কাল যখন অতীত হব তখন ভবিষ্যতে তুই আনমনে অতীতে ফিরে যাবি তো ?
তখন এই আমি’টাকে মনে পড়বে তো ?